দরপতনে শেষ হয়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান দর হারালেও গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান। ১ লাখ ৯৭ হাজার ৪৬১ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ডিএসইতে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৭৩ টির, বেড়েছে ২২৭ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৬৮২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৪৯ কোটি ১৩ লাখ ১৮ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪২৬ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৩৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৪৩ টির, দর বাড়ে মাত্র ৫৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৩ টির দর।

 

আজকের বাজার/মিথিলা