দর পতনের শীর্ষে আরএসআরএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৫০ শতাংশ।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৫ কোটি ১৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে এর পরিমাণ ছিল ২৫ কোটি ৯৫ লাখ ৪১ হাজার টাকা। তবে দর পরতনের শীর্ষে আসার পেছনে বড় ভূমিকা পালন করেছে কোম্পানির সর্বশেষ হিসাব বছরের লভ্যাংশের সমন্বয়। প্রকৌশল খাতের এ কোম্পানিটি সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার মধ্যে ১৭ শতাংশ বোনাস।

দর কমার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ লাখ ৪৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদার কম্প্লেক্স ১৪ দশমিক ২৯ শতাংশ, লিগেসি ফুটওয়্যার ১২ দশমিক ৩৫ শতাংশ, ইভেন্স টেক্সটাইল ১১ দশমিক ৭১ শতাংশ, মিথুন নিটিং ১০ দশমিক ৯৪ শতাংশ, এফএএস ফাইন্যান্স ৯ দশমিক ৫৭ শতাংশ, জিকিউ বলপেন ৯ দশমিক ৪৭ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্ক দর হারিয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ।