দর বাড়ার শীর্ষে আজিজ পাইপস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার  টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা ৩০ পয়সা  বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ১৯০ টাকা  ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি  ৮০৭ বারে ৮৬  হাজার ৯১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৫৫ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৯ টাকা ২০  পয়সা দরে লেনদেন হয়।  ফান্ডটি ৭০ বারে ১ লাখ ১৭ হাজার ৪১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, এএফসি অ্যাগ্রো, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, এইচআর টেক্সটাইল, নর্দার্ণ জুট ও বিডি ল্যাম্পস লিমিটেড।