দর বাড়ার শীর্ষে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৯১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ  ৯৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১৪ বারে ৬ লাখ ২৩ হাজার ৩৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১২ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে  ৬ টাকা ৮০ পয়সা বা ৮.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮৩ টাকা ৭০  পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৫ হাজার ৪০ বারে ৭৯ লাখ ৪০ হাজার ৩২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৪৩ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিবিএস ক্যাবলস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, নর্দার্ণ জুট, গ্লাক্সোস্মিথক্লাইন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফন্ড।