দর বাড়ার শীর্ষে বিবিএস ক্যাবলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ সেপ্টেম্বর সোমবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। আজ শেয়ারটির দর ১১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৩১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৬৩৬ বারে ১৭ লাখ ৬৪ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৩৭ লাখ টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ।

২৫ সেপ্টেম্বর ফান্ডটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। ১ বারে ফান্ডটি ১ হাজার ৭৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স স্পিনিংয়ের ৯ টাকা বা ৬ দশমিক ৭৭ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ২১৬ বারে ৩৩ হাজার ৭৭৮টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস, এইচ আর টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, বিডি অটোকার্স, জিকিউ বলপেন, ফাইন ফুডস ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৫ সেপ্টেম্বর ২০১৭