দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস

সোমবারের ১৮ ডিসম্বের লেনদেন লেনদেন শেষে  শেয়ার দর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল টিউবসের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ন্যাশনাল টিউবসের শেয়ার দর ১২৩.৩০ টাকা থেকে বেড়ে ১৩০.৩০ টাকায় পৌঁছায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ টাকা বা ৫.৬৭ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির  তালিকার শীর্ষে উঠে আসে।

এ  তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ৪.৪৯ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪.৩৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩.২২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ২.৮৫ শতাংশ, উসমানিয়া গ্লাসের ২.৭৬ শতাংশ, আইবিসি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ২.২৮ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ২.১৮ শতাংশ বেড়েছে।

আজকের বাজার:এসএস/১৮ডিসেম্বর ২০১৭