দর বৃদ্ধির শীর্ষে বিবিএস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯৫৮ বারে ১২ লাখ ১৮ হাজার ২০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৯ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা কপারটেকের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৬৮৪ বারে ৬ লাখ ৫৬ হাজার ৪৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ৩০৪ বারে ৩৫ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৭ দশমিক ১৪ শতাংশ, ন্যাশনাল টির ৬ দশমিক ৭৮ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৪২ শতাংশ, খুলনা পাওয়ারের ৬ দশমিক ৩৫ শতাংশ, আমান ফিডের ৬ দশমিক ৩১ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৬ দশমকি ২৫ শতাংশ ও সাইফ পাওয়ারটেকের ৫ দশমিক ৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।