দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ১৭ টাকা ৬০ পয়সা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। টপটেন গেইনার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ বা ৪ টাকা এক পয়সা বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৪০ পয়সা লেনদেন হয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বা ২৯ টাকা বেড়েছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬০ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- আলহাজ্ব টেক্সটাইল, বিডি অটোকারস, ইস্টার্ন লুব্রিকেন্টস, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, তসরিফা ইন্ডাস্ট্রিজ।