দাবি না মানলে কঠোর কর্মসূচি: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা আমাদের চিঠি নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। আমরা অপেক্ষা করছি। পরশুদিন সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জনসভা। সেখানে আমরা আরো বড় করে আন্দোলনের কর্মাসূচি ঘোষণা করব।’

রোববার (৪ নভেম্বর) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দাবি মানা না হলে ৬ তারিখ ঢাকার সমাবেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আন্দোলন মানে সহিংসতা, ভাঙচুর নয়। একটি সুস্থ, সুন্দর পথে আসুন। আমরা যদি সুন্দর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি তাহলে আমাদের আন্দোলন কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু এটা নিশ্চিত জানেন, কোনো ছলচাতুরতা, ষড়যন্ত্র করে আন্দোলন বন্ধ করে দিয়ে ক্ষমতায় থাকবেন তাহলে আমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করব।’

আজকের বাজার/এমএইচ