দিদি এত ভয় পাচ্ছেন কেন? মমতাকে মোদী!

সমস্ত ভারত জুড়েই নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ চলছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত এভাবে পথে নেমে আন্দোলন অন্য কোনও মুখ্যমন্ত্রীকে করতে দেখা যায়নি।

একদিন নয়, টানা পাঁচ দিন মিছিল আর সভা করে CAA ও NRC-র বিরুদ্ধে বার্তা দিয়েছেন মমতা। তাই রামলীলা ময়দানে মোদীর বক্তব্যে বেশ কিছুটা জায়গা দিলেন মোদী।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি তো সোজা জাতিসংঘে পৌঁছে গিয়েছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০০৫ সালে সেই ঘটনার কথা এদিন আরও একবার মনে করিয়ে দেন তিনি। বলেন, ‘আপনি তো শরণার্থীদের আটকানোর কথা বলেছিলেন। হঠাৎ কী হল আপনার? আপনি কেন এত বদলে গেলেন?’

এর আগেও একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বক্তব্য, মমতা আসলে কেন্দ্রের তথা বিজেপির বিরোধিতা করছেন। তাঁর ইঙ্গিত, বিজেপির বিস্তার দেখেই ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

এদিন তাই চেনা সুরে ‘দিদি’ ডেকে মোদী বলেন, ‘ভোট তো আস যায়। আপনি কেন এত ভয় পাচ্ছেন? বাংলার মানুষের উপর ভরসা রাখুন।’ সেইসঙ্গে আরও বলেন, ‘দিদি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনার সমস্যা গোটা দেশ বুঝতে পারছে।’

গত সোমবার থেকে পরপর পাঁচ দিন মিছিল আর সভা করে বাংলা থেকে এনআরসি ও সিএএ বিরোধী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রবিবার রামলীলা ময়দান থেকে দিদি-কে জবা দিলেন প্রধানমন্ত্রী।

আজকের বাজার/লুৎফর রহমান