দিনের শুরুতে গরম. বাড়তে পারে আরো

ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে দেশের নদী ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই বলেও তিনি জানান। এছাড়া আজ সারাদেশের কোথাও কোনো ভারি বর্ষণের সতর্কতাও দেখাতে বলা হয় নি।

মঙ্গলবার ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পূর্বাভাসে আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হয়েছে। আর দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭