লাস ভেগাসে হামলা: ছুটছে অস্ত্র কোম্পানির শেয়ারদর

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৭ দশকের ভয়াবহ বন্দুক হামলায় উদ্বেগ তৈরি হয়েছে পুঁজিবাজারে। নিরাপত্তার আশঙ্কায় ব্যক্তিগত অস্ত্র পিস্তল, রিভলবার কেনার হার বেড়ে যাবে এমন সম্ভাবনায় এদিন ছুটে চলেছে এ পণ্য প্রস্তুত কোম্পানির শেয়ারদর।

২ অক্টোবর সোমবার স্থানীয় সময় সকালে লেনদেনের শুরুতে তালিকাভুক্ত অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর শেয়ারদর ৫ শতাংশ বেড়ে যায়। এসব কোম্পানির মধ্য রয়েছে স্টর্ম রাগনার (আরজিআর), আমেরিকান আউরডোর ব্র্যান্ড। আরজিআরের শেয়ারদর সকালে ২.৬৫ বা ৫.১ শতাংশ বেড়ে লেনদেন করছে। আমেরিকান আউরডোর ব্র্যান্ডেরও শেয়ারদর বেড়েছে ৪.৭ শতাংশ।

স্থানীয় সময় রোববারের ওই হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউএসএটুডের খবরে বলা হয়েছে, মার্কিন পুঁজিবাজারে এদিন অস্ত্র কোম্পানির শেয়ারদর শুরুতেই ঊর্ধ্বমুখী থাকলেও রিসোর্ট ও হোটেল কোম্পানিগুলো মন্দায় পার করছে। মানদালা বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিকানাধীন এমজিএম রিসোর্টস ইন্টারন্যাশনালের শেয়ার এদিন শুরুতেই ৩.৩ শতাংশ দর হারিয়ে লেনদেন করছে। এর সঙ্গে অন্যান্য হোটেল কোম্পানিগুলোতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আজকের বাজার:এলকে/এলকে ২ অক্টোবর ২০১৭