দিনে ৮ ঘণ্টাই টিভি দেখেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। দেশ পরিচালনার পাশাপাশি অন্য অনেক কিছুর খবর তাকে রাখতে হয়। তাই বলে তিনি ৮ ঘণ্টা ধরে টিভি দেখবেন? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। এমন ক্ষমতাধর আর অন্যতম ব্যস্ত ডোনাল্ড ট্রাম্পই সারা দিনের ৮ ঘণ্টাই টিভি দেখে পার করেন।

ট্রাম্পের বন্ধু, উপদেষ্টা ও কংগ্রেস সদস্যসহ ৬০ জনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি এক প্রতিবেদনে জানায়, ভোর ৫.৩০ মিনিটে ট্রাম্প প্রথমেই দেখেন নিজের চ্যানেলের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’। এমএসএনবিসির শো ‘মর্নিং জো’ নিয়মিত দেখেন।

ট্রাম্প নজর রাখেন সিএনএন চ্যানেলটির নিউজ ও প্রোগ্রামের ওপর। দিনে কমপক্ষে চার ঘণ্টা নিউজ চ্যানেল দেখেন ট্রাম্প। যখন পূর্ণ মনোযোগ দিতে পারেন না, তখন সাউন্ড অফ রেখে মাঝেমধ্যেই নজর বুলিয়ে নেন টিভি স্ক্রিনে।

ওভাল অফিসে টিভি রিমোট তিনি ছাড়া আর কেউই ধরতে পারেন না। প্রেসিডেন্ট যদি কোনো কারণে নিউজ না দেখতে পারেন, তাহলে পরবর্তীতে দেখার জন্য রেকর্ড করে রাখা হয়!

আজকের বাজার: আরআর/ ১১ ডিসেম্বর ২০১৭