দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউপির কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় আরো চারজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জন।

বুধবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

সকালে উদ্ধার চারজন হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউপির মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রইতনু নেছা, একই গ্রামের জাসদ মিয়ার মেয়ে শান্তা বেগম, চরনাচর ইউপির পেরুয়া গ্রামের করিমা বেগম ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া।

দিরাই থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে ২৫ যাত্রী নিয়ে একটি নৌকা উপজেলার রফিনগরের মাছিমপুর থেকে চরনারচরের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পরে কালিয়া কুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় চার শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

আজকের বাজার/এমএইচ