দিল্লিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার

ভারতের রাজধানী দিল্লির বুরারি এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ জুলাই) লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৭ জন নারী। খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়,  মরদেহগুলোর মধ্যে কয়েকটি মেঝেতে পড়ে ছিলো এবং কয়েকজনের শরীর গ্রীলের সঙ্গে ঝুলে ছিলো। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

আত্মহত্যা সংক্রান্ত কোনো নোট না পাওয়া গেলেও পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন ।

দিল্লির মধ্যবিত্ত এলাকার এই পরিবারটি নিজেদের বাড়ির সামনের অংশে একটি মুদির দোকান ও একটি আসবাবপত্রের ব্যবসা চালাতেন। প্রতিদিন সকাল ৬টায় দোকান খুলত তারা।

কিন্তু রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দোকান না খোলায় খোঁজ নেয়ার জন্য এক প্রতিবেশী বাড়িটিতে প্রবেশ করেন। পরিবারটির অধিকাংশ সদস্যকে ফাঁস লাগানো অবস্থায় গ্রিল থেকে ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি।

তিনি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে।

রাসেল/