দিল্লিতে বিজেপির জয়

পৌরসভার ভোটে রাজধানী দিল্লিতে জয় ছিনিয়ে নিল বিজেপি । দিল্লির উত্তর, দণি ও পূর্ব- এই তিনটি পৌরসভার মোট ২৭১টি আসনের মধ্যে বিজেপি ১৮২টির মতো আসনে জয় পেয়েছে। তিনটি পৌরসভাই ১০ বছর ধরে বিজেপির দখলে। যদিও দিল্লি রাজ্য বিধানসভার ভোটে ৭০টির মধ্যে ৬৭টি আসন জিতে ইতিহাস তৈরি করেছিল আম আদমি পার্টি।

রোববার অনুষ্ঠিত এ ভোট গণনা করা হয় বুধবার ২৬ এপ্রিল সকালে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক সংবাদে এ তথ্য জানা যায়।

এনডিটিভি বলেছে, গণনা শুরু হওয়ার সময় থেকেই তিন পৌরসভায় বিজেপি প্রার্থীরা এগিয়ে যেতে থাকেন। যেভাবে বিজেপি প্রার্থীরা এগোচ্ছেন, তাতে পরিষ্কার, এবারের ভোটেও মোদি-হাওয়া কাজ করেছে।

এ ভোটে বিপর্যয়ের পর হারের সব দায় আম আদমি পার্টি চাপিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর। দলের মন্ত্রী গোপাল রাই, শীর্ষ নেতা আশুতোষ ও মুখপাত্র রাজীব চাড্ডা বলেছেন, বিজেপি ইভিএমে কারসাজি করে ভোটে জিতেছে। এই নেতারা জানিয়েছেন, এই ফল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অনাস্থার প্রকাশ নয়। এবারের ভোট কংগ্রেসের পওে ভালো হয়নি।

যদিও গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেেিত কংগ্রেসের ফল মন্দের ভালো। তাদের মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি বলেছেন, বিধানসভা ভোটের তুলনায় কংগ্রেসের ভোট বেড়েছে। তবে বাড়লেও তিন পৌরসভাতেই কংগ্রেস এখনো তৃতীয় স্থানে।

সর্বশেষ খবর অনুযায়ী দিল্লি উত্তর পৌরসভায় ১০৪টি আসনের মধ্যে বিজেপি ৬৪টি পেয়ে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি ২২ ও কংগ্রেস ১৪টি আসন পেয়েছে। অন্যান্য দল পেয়েছে আরো ৩টি আসন। দিল্লি দণি পুরসভায় ১০৪টি আসনের মধ্যে বিজেপি ৬৮টি পেয়ে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি ১৬ ও কংগ্রেস ১৩টি আসন পেয়েছে। অন্যান্য আসন ৬টি। দিল্লি পূর্ব পুরসভায় ৬৪টি আসনের মধ্যে বিজেপি ৪৯টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি ৯ ও কংগ্রেস ৩টি আসন পেয়েছে।

আজকের বাজার: আরআর/ ২৬ এপ্রিল ২০১৭