দুই টেস্ট সিরিজ খেলাব একই স্কোয়াডে বিসিবি

ফেব্রুয়ারি ও এপ্রিল, এই দুই মাসে তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। এরপর ঘরের মাঠে ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মুমিনুল হকের দল। এক মাস বিরতির পর ৫ এপ্রিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব মিলিয়ে তিন টেস্টের জন্যে একসঙ্গে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‌‘আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) দল ঘোষণা করা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেব।’

পাকিস্তানের বিপক্ষে দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের কন্ডিশন বেশ কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামে পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।’

আজকের বাজার/আরিফ