দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ৩, আহত ৩০

সদর উপজেলার সালন্দর ভুতপাড়া নামক স্থানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকের এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিনিবাসের চালক ও ঠাকুরগাঁও শহরের কলেজ পাড়ার বাসিন্দা কামরুজ্জামান এবং বাসযাত্রী ও সদর উপজেলার কহড়পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল কালাম আজাদ।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজা বেগম জানান, পঞ্চগড় থেকে ‘নির্ণয় পরিবহন’ নামে একটি যাত্রীবাহী মিনিবাস ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ভুতপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, তারা আহত ৩০ জনকে সদর হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে ২২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।