দুই বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ছে

ফার্নেস অয়েল ভিত্তিক দুটি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে কেন্দ্র দুটি উৎপাদিত বিদ্যুতের নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র দুইটি হল- রাজশাহী কাটাখালী ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও চাপাইনবাবগঞ্জের আমনুরা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নর্দান পাওয়ার সল্যুশন লিমিটেডের ফার্নেস ওয়েল ভিত্তিক কাটাখালীর ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। বর্ধিত মেয়াদে পার কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১১.৪০৭৮ টাকা। যা আগে ছিল ৭.৭৮ টাকা।

তিনি আরো জানান, একইসঙ্গে সিনহা পাওয়ার জেনারেশন কোম্পানির ফার্নেস ওয়েল ভিত্তিক আমনুরা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদও আরও ৫ বছর বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। বর্ধিত মেয়াদে পার কিলোওয়াট ঘন্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১১.১৬৬ টাকা।

আজকের বাজারঃ সালি/৫ জুলাই ২০১৭