দুর্বল হয়েছে ঝড় আলবার্টো

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্ব অঙ্গরাজ্য ফ্লোরিডার দক্ষিণাংশে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে আটলান্টিক মহাসাগর থেকে উদ্ভূত গ্রীষ্মকালীন ঝড় আলবার্টো।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৮ মে) ফ্লোরিডার পানামা সিটির কাছে আঘাত হানে আলবার্টো।

আলবার্তোর গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছিল দেশটির জাতীয় আবহাওয়া অফিস। ফ্লোরিডা, আলাবামা ও মিসিসিপি রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে যথাযথ প্রস্তুতি নেয়ার নির্দেশও দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার।

এর আগে, রবিবার কিউবার পশ্চিমাঞ্চলে আঘাত হানে আলবার্তো। এ সময় আট ঘন্টায় ১২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট চলতি বছরের প্রথম ঝড় আলবার্তো।

আরজেড/