দূষিত বায়ুর শহরে ঢাকা তৃতীয়

বিশ্বের যে সব শহরে দূষিত বায়ু বেশি প্রবাহিত হয়, সে সব শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এ তালিকায় প্রথমেই রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।

বিশ্ব সাস্থ্য সংস্থার (হু)এক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

বিশ্বের যে শহরগুলোতে এক কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি মানুষ বসবাস করে সে সব শহরের বায়ুর মানের ওপর নির্ভর করে ওই তালিকা তৈরি করেছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিসরের গ্রেটার কায়রো, চতুর্থ স্থানে ভারতের মুম্বাই এবং পঞ্চম স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং।

বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৬ সালে দূষিত বায়ুর প্রভাবে বিশ্বে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে বায়ু দূষণে। এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ।

রাসেল/