দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হবে আজ

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর প্রথম বাজেট পেশ করা হয় ১৯৭২ সালে। দেশের ইতিহাসের প্রথম বাজেটটি পেশ করেন তাজউদ্দিন আহমেদ। দেশের প্রথম বাজেট ছিলো ৭৮৬ কোটি টাকার।

স্বাধীনতার ৪৭ বছর পর আজ ঘোষণা হতে যাচ্ছে দেশের ৪৭তম জাতীয় বাজেট। আর এই বাজেটটিই দেশের ইতিহাসের সব চেয়ে বড় বাজেট হতে যাচ্ছে।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বাজেট ঘোষণা করবেন, যার আকার হবে প্রায় পৌনে পাঁচ লাখ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন তিনি।

এই বাজেট পেশের মাধ্যমে অর্থমন্ত্রীও রেকর্ড গড়তে যা্ছেন। এটি আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের ২০তম এবং ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর ১২তম বাজেট। এর মধ্য দিয়ে একাধারে দশবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

সবশেষ প্রাপ্ত হিসাবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে। আর এই বাজেটটিকে বলা হচ্ছে অাওয়ামী লীগের নির্বাচনী বাজেট।

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই বাজেটে সব শ্রেণি-পেশার মানুষকে খুশি করা হবে।

রাসেল/