দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৪.৯

গত তিন দিন ধরে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, বুধবার সকাল ৬টায় ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তারা। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এখানে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে।

এর আগে সোমবার তেতুলিয়ায় তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ছিল ৫.৭ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. সানিউজজ্জামান জানান, গত ক’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় রেকর্ড করা হচ্ছে। আজ সকালে ৪ .৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় পঞ্চগড়ে প্রতি বছর সবার আগে শীত আসে। এখানে শীতের স্থায়িত্বও হয় বেশি। কোনো কোনো সময় ফাল্গুন মাস পর্যন্ত শীতের স্থায়িত্ব থাকে।

পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সদস্য ময়দানদিঘী কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শেখ সাজ্জাদ হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার পঞ্চগড়ে ব্যতিক্রমী আবহাওয়া বিরাজ করছে। অন্যান্য বছর এ সময় সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। কোনো কোনো সময় ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে। কিন্ত এবার সকাল ৮টার পর সূর্য্য উঠছে। সূর্যের তাপও বেশ। তাই দিনের বেলা গরম অনুভূত হচ্ছে। বিকালের পর থেকে ঠান্ডা শুরু হচ্ছে। সকাল ৮টা পর্যন্ত একই রকম আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া গত তিন দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় এ জেলার দরিদ্র পরিবার, ছিন্নমূল অসহায় দিনমজুর শ্রেণির লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ