দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, শনাক্তে নতুন রেকর্ড

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১,০১২ জনে।

এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২১ দশমিক ২৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাসে নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ৪ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি নমুনা।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৫৬৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ২১ দশমিক ২৪ শতাংশ।