নওগাঁয় জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত

জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে সকাল ৯টা থেকে সদর উপজেলা পরিষদ চত্বরে স্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ বঙ্গবন্ধু  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পৌরসভা, সিভিল সার্জন, মেডিক্যাল কলেজ, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নওগাঁ জেলা প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।  বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ’র সাবেক ডেপুটি কসান্ডার মো. আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন।
পরে এ উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। (বাসস)