নতুন জমি কিনছে ইফাদ অটোস

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা বাড়াতে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। ২৫৫তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি বগুরা জেলার কাহালু থানায় ৭১ দশমিক ৫০ ডিসিমিল জমি কিনতে চায়। এজন্য রেজিস্ট্রেশন ব্যায় সহ মোট খরচ হবে ৭৮ লাখ ৩৫ হাজার টাকা।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি২০১৫ সালে পুঁজিবাজাওে তালিকাভুক্ত হয়। এই প্রতিষ্ঠানটি মোট শেয়ারের ৬২ দশমিক ৭৭ শতাংশ উদ্যোক্তাদের কাছে রয়েছে। বাকী ১৮ দশমিক ৭৮ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৫ দশমিক ৩ শতাংশ বিদেশীদের কাছে এবং ১৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

 

আজকের বাজার/মিথিলা