নতুন বছরে প্রথমেই হোঁচট খেল বার্সেলোনা

নতুন বছরের শুরুতেই লা লিগা টেবিলের তলানির দল এস্পানিয়লের কাছে হোঁচট খেয়েছে শীর্ষে থাকা বার্সেলোনা। শীতকালীন ছুটি কাটিয়ে কাল প্রথমবারের মত মাঠে নেমে নাটকীয় কাতালান ডার্বিতে বার্সাকে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। চাইনিজ ফরোয়ার্ড উ লেই’র শেষ মুহূর্তো গোলে এস্পানিয়লের পয়েন্ট নিশ্চিত হয়।

আরসিডিই স্টেডিয়ামে ২৩ মিনিটে ডেভিড লোপোজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক এস্পানিয়ল। ৫০ মিনিটে লুইস সুয়ারেজের দারুন হাফ-ভলিতে সমতায় ফেরে বার্সা। ৯ মিনিট পর সুয়ারেজের পাসে বদলী খেলোয়াড় আরতুরো ভিদাল সফরকারীদের এগিয়ে দেন। কিন্তু ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ফ্রেংকি ডি জং মাঠের বাইরে চলে গেলে ১০জনের দলে পরিণত হয় বার্সেলোনা। আর সেই সুযোগে মাটিয়াস ভারগাসের দুর্দান্ত পাসে উ এস্পানিয়লকে দারুন এক পয়েন্ট উপহার দেন। একইসাথে নতুন কোচ আবেলারডো ফার্নান্দেজের অধীনে প্রথম ম্যাচেই পয়েন্ট তুলে নিল টেবিলের তলানিতে থাকা কাতালান দলটি।

বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ‘ডি জংয়ের লাল কার্ডই আজ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আমরা তৃতীয় গোলটি প্রায় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তার পরিবর্তে আমরা গোল হজম করেছি। ম্যাচটি আমাদের নিয়ন্ত্রনে থাকলেও লাল কার্ডটি সবদিক থেকে আমাদের পিছিয়ে দিয়েছে।’

১৯ ম্যাচ শেষে মাদ্রিদের সাথে সমান ৪০ পয়েন্ট অর্জণ করলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষেই রয়েছে বার্সেলোনা। লেভান্তেকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।

আজকের বাজার/লুৎফর রহমান