নাগরিক সমাবেশে ‘নিরাপদ সড়ক’ চাইলেন বক্তারা

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশীল সমাজের বিভিন্ন সংগঠন।

শুক্রবার (৩ আগস্ট) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে বাস চাপা দেয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবিসহ ২১ দফা দাবি জানানো হয়েছে।

নাগরিক সমাবেশের ব্যানারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, নাগরিক অধিকার ফোরাম, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন থেকে জানানো ২১ দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করা, ১৯৮৩ সালের মোটর গাড়ি সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন, উল্টোপথে যান চলাচল বন্ধ করা, জাল লাইসেন্স শনাক্ত এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণসহ চলাচলের অযোগ্য ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত এবং চলাচল বন্ধ ও পরিবহন খাতের অনিয়ম রোধে বিশেষ নজরদারি কমিটি গঠনের দাবি জানানো হয়।

আজকের বাজা্র/এমএইচ