নারায়ণগঞ্জ থেকে করোনা ছড়িয়েছে ২১ জেলায়

দেশের ৬৪ জেলার মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ৫৬টিতে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এর মধ্যে অন্তত ২১ জেলায় সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ থেকে যাওয়া লোকজনের মাধ্যমে। আর নারায়ণগঞ্জে সংক্রমণ হয়েছে ইতালি ফেরত প্রবাসীর মাধ্যমে।

এ ছাড়া আক্রান্ত অন্য জেলার মধ্যে কয়েকটিতে সংক্রমণ হয়েছে ঢাকা ও গাজীপুর থেকে যাওয়া করোনা রোগীর মাধ্যমে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

আরও জানা গেছে, বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এই তিনজনের দু’জন ইতালি থেকে দেশে এসেছিলেন। তাদের মাধ্যমেই তৃতীয় ব্যক্তির সংক্রমণ হয়। এই তিনজনই নারায়ণগঞ্জের। এর পরই ঢাকা মহানগরীতে কোভিড-১৯ শনাক্ত হয়।

সেই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের ৫৬ জেলায় করোনাভাইরাস ছড়িয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, বরিশাল বিভাগের ভোলা, রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের ঝিনাইদহ, সাতক্ষীরা ও মেহেরপুরে করোনা রোগী শনাক্ত হয়নি।