নিকারাগুয়ায় সহিংসতা, আহত ৪

নিকারাগুয়ায় নতুন করে শুরু হওয়া বিক্ষোভে অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন। খবর এএফপি’র।

এরআগে দেশটিতে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহের সরকার বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা।

দেশটির দক্ষিণাঞ্চলীয় মাসায়া অঞ্চলে সরকারপন্থী ও বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে রোববার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

নিকারাগুয়া সেন্টার ফর হিউম্যান রাইটস (সিইএনআইডিএইচ) এ ঘটনায় চারজন আহত আহত হওয়ার কথা জানিয়েছে।

ছাত্রদের অভিযোগ সংঘর্ষের সময় পুলিশ সরকারপন্থী বিক্ষোভকারীদের পক্ষে কাজ করে।

আরজেড/