নিন্মমুখি প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের নিন্মমুখি প্রবণতায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক  হাজার ২৩১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি ২ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৫৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

আরএম/