নিম্ন আদালতের ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফেরা নিম্ন আদালতের ৩০ জন বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডা. রেজাউল করিম এ তথ্য জানান।

অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে ১ মার্চ নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের এই বিচারকরা অস্ট্রেলিয়া যান। নিম্ন আদালতের ৩০ বিচারক নিজেদের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জানা গেছে, বিদেশফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন সরকার।

আজকের বাজার/শারমিন আক্তার