‘নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর বক্তব্য কমিশনকে উজ্জীবিত করেছে’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেন, ‘গাজীপুর নির্বাচনে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোট নিয়ে শঙ্কার কোনও কারণ দেখা যায়নি। কোনও বিশৃঙ্খলা বা সহিংস ঘটনাও ঘটেনি।’ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা নির্বাচন কমিশনকে উজ্জীবিত করেছে।

সোমবার (২৫ জুন) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম সাংবাদিকদের এ কথা বলেন।

এইচটি ইমাম বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সন্তুষ্ট।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের বর্ধিত সভায় নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা শুনে ইসি উৎসাহিত হয়েছে। এখনও পৃথিবীতে কোনও ক্ষমতাসীন নেতা এরকম কথা বলেছেন বলে শোনা যায়নি। আমরাও এ বার্তা গাজীপুরে পৌঁছে দিয়েছি। অন্যান্য নির্বাচনেও এ বার্তা পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা করছে।’

ইমাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, তা ইসি করছে। কিন্তু বিএনপি ইসিকে নিয়ে দায়িত্ব-জ্ঞানহীন কথা বলছে। নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সরকার ও সব রাজনৈতিক দলের চেষ্টা রয়েছে।’

তিনি বলেন,‘তার কি নিজের গাড়ির অভাব রয়েছে যে, পুলিশের গাড়িতে চড়তে হবে। তিনি কি এতই দায়িত্ব-জ্ঞানহীন যে, পুলিশের গাড়িতে চড়তে হবে।’

প্রতিনিধি দলে আরও ছিলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, রিয়াজুল কবির কাওছার।

আরজেড/