নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ চলছে

দেশে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণে দক্ষ চালক সৃষ্টি, সড়ক ও সেতুসমূহ প্রশস্তকরণের কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে বিআরটিসি’র ১৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১০ হাজার প্রশিক্ষণার্থীকে ড্রাইভিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিআরটিসি’র উদ্যোগে নতুন চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ও যাত্রীদের সাথে সৌজন্য প্রদর্শন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নিরাপদ সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে ধীরগতি যানবাহনের জন্য পৃথক লেনের সংস্থান রেখে জাতীয় মহাসড়কসমূহ চার লেনে উন্নীতকরণ প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে।

মঙ্গলবার ১৭ অক্টোবর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সড়ক দুর্ঘটনা রোধ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা জানান তিনি।

এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ দিদার বখতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মো. গনি মিয়া বাবুল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী এফডিসি মিলনায়তনে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত চলচ্চিত্রের উন্নয়ন ও গুণীজন সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আজকের বাজার: আরআর/ ১৭ অক্টোবর ২০১৭