নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আতিকুল ইসলাম বরাবর পাঠানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানিয়েছেন, নোটিশে আতিকুল ইসলামকে আগামী দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনি রোববার একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে উত্তরা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ ও বিধি ২২ এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী দুই কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

আজকের বাজার/লুৎফর রহমান