গাসিক নির্বাচন স্থগিতের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতের বিরুদ্ধে এবার আপিল করেছে ইসি।

বুধবার (৯ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন কমিশন (ইসি) এ আবেদন দায়ের করে। ইসির আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তিনটি আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।

উল্লে্খ্য, গত ৬ মে সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে ঢাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুলও জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ।

আরজেড/