ধান মাড়াই মেশিনের ফিতায় জড়িয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলায় ধানমাড়াই মেশিনের ফিতায় জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহতের নাম আলতাফুন বেগম (৪৮)। তিনি ইসমাইল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে উপজেলার কেশরতা গ্রামের বটকুড়ি ঈদগাহ মাঠ নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কেশরতা গ্রামের রফিকুল ইসলামের ধানমাড়াই মেশিনে একই গ্রামের ইসমাইল হোসেনের জমির ধান কাটার পর মঙ্গলবার বিকেলে ওই কাটা ধানগুলো মাড়াই করে নিচ্ছিল। এসময় ইসমাইলের স্ত্রী আলতাফুন বেগম মেশিনে ধান মাড়াইকালে মেশিনের নিচের ধানগুলো সরিয়ে নিতে গেলে অসাবধানতাবসত তার মাথার চুল ধান মাড়াই মেশিনের ফিতায় জড়িয়ে যায়। এতে আলতাফুন বেগমের মাথায় জখম হয়। এরপর তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ