নিষিদ্ধ হলেন জাতীয় দলের তিন ফুটবলার

এক ক্লাবে খেলার প্রতিশ্রুতিতে অগ্রিম টাকা নিয়ে অন্য ক্লাবে যোগ দেয়ার অভিযোগে নিষিদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিন তারকা। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

জাতীয় দলের তিন ফুটবলার রায়হান, সোহেল রানা এবং মোহাম্মদ সোহেলের ঘরোয়া ক্লাব শেখ রাসেলে খেলা কথা ছিলো। ক্লাবের কাছ থেকেও অগ্রিম টাকাও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আবাহনীতে খেলার সিদ্ধান্ত নেন তারা।

বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি শেখ রাসেল। হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। এই তিন ফুটবলারের বিরুদ্ধে শেখ রাসেলের অভিযোগ, তারা অগ্রিম টাকা নিয়ে আবাহনীতে যোগ দিয়েছেন।

শেখ রাসেলের এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মোতাবেক, চলতি মৌসুমে আবাহনীর হয়ে মাঠে নামতে পারবে না রায়হান, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল। খেললে শুধুমাত্র শেখ রাসেলের হয়ে খেলতে হবে তাদের।

আজকের বাজার/আরিফ