নেত্রকোনার দুই রাজাকারের ফাঁসির আদেশ

যুদ্ধারপরাধের মামলায় বুধবার নেত্রকোনার দুই রাজকারের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- হেদায়েতুল্লাহ অনজু বিএসসি ও সোহরাব ফকির। তারা দুজনেই স্বাধীনতা যুদ্ধকালীন শান্তি কমিটির (রাজাকার) সদস্য ছিলেন।

বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দুপুরে এই রায় ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত ৭ মার্চ এই মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়্।

মামলার দুই আসামির মধ্যে সোহরাব ফকির কারাগারে রয়েছেন। অপর আসামি হেদায়েতুল্লাহ অনজু বিএসসি পলাতক।

প্রসিকিউটর তাপস কান্তি বাউল জানান, নেত্রকোনার মাদুয়াখরি, মোবারকপুর, সুখারি ও মদন গ্রামে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়।

এসব অভিযোগের প্রায় সবকটি প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

আইসিটি তদন্ত টিম ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেয়। মামলায় মোট ৪০ জনকে স্বাক্ষী করা হয়।

এই মামলায় হেদায়েতুল্লাহ’র ভাই মঞ্জুকেও অভিযুক্ত করা হয়েছিল। ২০১৭ সালে হাসপাতালে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। এরপর মামলা থেকে তার নাম প্রত্যাহার করে নেয়া্ হয়।