নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভূটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের অনুষ্ঠিত এই ফাইনালে ম্যাচের একমাত্র গোলটি করেন বাংলাদেশের মাসুরা পারভিন।

খেলার অর্ধ সময় পর্যন্ত কোন পক্ষই গোলের দেখা না পেলেও ৪৮তম মিনিটে মনিকা চাকমার নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোলটি করেছেন বাংলাদেশ দলের সেণ্টারব্যাক পারভিন। টুর্নামেন্টে এটিই তাঁর প্রথম গোল।

বাকি সময়ে প্রচেষ্টা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা গোল ব্যবধান বাড়াতে পারেনি, অপরদিকে নেপালও সমতায় ফিরতে পারেনি।

ফলে টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলে আসা বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এদিকে বাংলাদেশের কিশোরীদের বিজয়ে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাজার/এমএইচ