‘নৌমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে’

রাজধানীতে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘাতক বাস ড্রাইভার ও হেলপারের ফাঁসিসহ নয় দফা দাবি জানিয়েছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। এ দাবিসমূহের মধ্যে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে তার গতকাল রোববারের বক্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে।

সোমবার (৩০ জুলাই) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে অবস্থানকালে কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম আপন এসব দাবি তুলে ধরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করছে।

তাদের আরও দাবি হচ্ছে– শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য ইএমএস এলাকায় ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস তৈরি করতে হবে, প্রত্যেক সড়কের মোড়ে মোড়ে স্পিড ব্রেকার দিতে হবে, শিক্ষার্থীদের প্রত্যেক বাসে হাফ পাস রাখতে হবে, একদিনের মধ্যে নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে, শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে- থামিয়ে তাদেরকে নিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না এবং বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।

এছাড়া সকাল থেকে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ দুইবার ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে আবার শিক্ষার্থীরা অবরোধের জন্য অবস্থান নেয়।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় বিক্ষোভ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও শিক্ষার্থীদের দৌড়াদৌড়ির মধ্যে রাস্তার এক পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশের কড়া পাহাড়ায় এই বিক্ষোভ চলে।

আজকের বাজার/এমএইচ