নড়িয়া উপজেলার ৫০ শয্যার হাসপাতালটি গ্রাস করছে পদ্মা

পদ্মার কড়াল গ্রাসে আজ সোমবার সকালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ ও গাড়ীর গ্যারেজ বিলীন হয়ে যায়। মুল নতুন ভবনের ২৫ শতাংশের নীচের মাটি সরে যাওয়ায় যে কোন সময়ে ধ্বসে পড়ার আশংকায় রয়েছে এবং অন্যান্য পুরাতন ভবনের দিকেও এগুচ্ছে। প্রতিমুহূর্তে একটু একটু করে গ্রাস করছে।

দর্শনার্থী সহ স্থানীয়রা বলছেন যেকোন সময়ে নতুন দ্বিতল ভবনটি পদ্মায় হারিয়ে যাবে। পদ্মার আগ্রাসন বিগত প্রায় তিন মাসে নড়িয়া উপজেলার সাড়ে ৪ সহস্রাধিক পরিবারের বিলাসবহুল পাঁকা বাড়িসহ আবাস স্থল, দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, দুইটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ কাঁচা-পাকা বহু সড়ক বিলীন হয়েছে। এবার উপজেলার প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার ৫০ শয্যার হাসপাতালটি গ্রাস করছে সর্বনাশা পদ্মা।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রহমান বলেন, আপদকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলে হাসপাতাল রক্ষার চেষ্টা করা হচ্ছে। তবে পদ্মার স্রোতের গতি স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় তা খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না। তবে পদ্মার ডান তীর রক্ষাবাধ প্রকল্প বাস্তবায়ন হলে আগামী বছর ভাঙ্গন রোধ করা সম্ভব হবে।

আজকের বাজার/এমএইচ