পদত্যাগ করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

পদত্যাগ করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন তিনি ৷ সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন উর্জিত ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর ৷

ভারতীয় সরকারের কাছে পাঠানো ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ দেখানো হলেও বিশেষজ্ঞ মহলের অনুমান, রিজার্ভ ব্যাঙ্কের কাজকর্মে ‘সরকারি হস্তক্ষেপ’ই এর কারণ। কেন্দ্রীয় সংস্থায় হস্তক্ষেপ নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল উর্জিত প্যাটেলের ৷ এর পাশাপাশি নোটবন্দি-সহ আরও একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে চলছিল বিরোধ ৷

২০১৬-তে আরবিআই-এর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উর্জিত। ২০১৯-এর সেপ্টেম্বরে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।