পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উ তিন চ্যাও। চ্যানেল নিইজ এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, বিশ্রামের জন্য পদত্যাগ করেছেন  প্রেসিডেন্ট উ তিন চ্যাও। যা আজ ২১ মার্চ থেকেই কার্যকর হবে।

প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আগামি ৭ কার্যদিবসের মধ্যে কেউ একজন প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন। তিন চ্যাও এর সম্ভাব্য পদত্যাগ নিয়ে আগে থেকেই গুঞ্জন চলছিল। যদিও সরকার ও ক্ষমতাসীন দল বরাবরই তার অস্বীকার করে এসেছে।

দেশটির সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট উ মিন্ত সোয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না মিয়ানমারের জাতীয় পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে।

আরজেড/