পদত্যাগ করেছেন ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হোংউই

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধানের পদ থেকে মেং হোংউই পদত্যাগ করেছে বলে জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও আইন ভঙ্গের কারণে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা মেং হোংউইয়ের বিরুদ্ধে তদন্তের মধ্যেই এই তথ্য পাওয়া গেল।

ইন্টারপোল জানায়, মেং রবিবার রাতে ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন এবং তা কার্যকর হয়েছে। তবে এসবের কারণ উল্লেখ করা হয়নি।

চীনের সাবেক পাবলিক সিকিউরিটি বিভাগের ভাইস মিনিস্টার মেং গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিওঁ থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন বলে তার স্ত্রী জানিয়েছিলেন।

পরে ইন্টারপোল চীনের সাথে যোগাযোগ করলে শুরুতে কিছু না জানালেও পরবর্তীতে এক বিবৃতির মাধ্যমে মেং হংউইকে আটক করার কথা জানায় দেশটি।

২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া চীনের এই কর্মকর্তার আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির প্রধান পদে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল।

এদিকে মেংয়ের পদত্যাগে ফ্রান্সের লিওঁ ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থাটির নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিম জং ইয়াংকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনিত করা হয়েছে। তথ্যসূত্র-ইউএনবি

আজকের বাজার/এমএইচ