পাকিস্তানের কাছে নাস্তানাবুদ ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের কাছে ১৪৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি- টোয়েন্টিতে প্রতিপক্ষকে সবচেয়ে বড় ব্যবধানে হারানোর রেকর্ড ও নিজের ঘরে তুলে নিল পাকিস্তান।

ক্রিস গেইল বিহীন ওয়েস্ট ইন্ডিজ  পাকিস্তানের দেয়া ২০৪ রানের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারেনি। পাকিস্তানের বোলিং তোপে ১৩.৪ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি ইতিহাসে এটিই ক্যারিবীয়দের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা। আগেরটি ছিল ৭৯ রানের। ২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে এ স্কোর গড়ে তারা।

ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠা স্পর্শ করতে পেরেছেন। স্যামুয়েলস ১৮, পল ১০ ও এমরিতের ১১ রানই তাদের ব্যাটিং দৈন্যদশার শো। বীরাস্বামী পারমল ইনজুরিতে থাকায় ১০ জন নিয়েই ব্যাটিং শেষ করতে হয়েছে তাদের।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক।

সর্বোচ্চ রান ও হাত ঘুরিয়ে ১ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তালাত। এ জয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান।

আজকের বাজার/আরজেড