পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেপ্তার

মাল্টি-মিলিয়ন ডলার অর্থ পচারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সোমবার গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

জারদারি ও তার বোন ফারিয়াল তালপুরের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন ইসলামাবাদের এক আদালত নাকচ করে দেয়ার পরই এ পদক্ষেপ নেয়া হয়। খবর ইউএনবি।

আদালতের সিদ্ধান্তের পর দুজনকে গ্রেপ্তারের সুযোগ পায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। তবে সংস্থাটি জারদারির বোনকে গ্রেপ্তার করেনি এবং এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি।

সংসদের নিম্ন কক্ষের সদস্য জারদারি ও তার রাজনীতিবিদ বোনের বিরুদ্ধে বেশকিছু জাল ব্যাংক অ্যাকাউন্ট থাকার অভিযোগ রয়েছে। সোমবার তারা কঠোর নিরাপত্তার মধ্যে আদালতের শুনানিতে হাজির হন এবং সেখানে তাদের জামিন বাড়ানোর আবেদন নামঞ্জুর হয়।

টিভি ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা বাড়ি থেকে জারদারিকে নিয়ে যাওয়ার সময় তিনি কান্নারত মেয়ে আসিফা ভুট্টো জারদারিকে আলিঙ্গন করে বিদায় নেন। জারদারিকে দুর্নীতিবিরোধী সংস্থার ইসলামাবাদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ও পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

এর আগেও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে জারদারি আট বছর জেলে ছিলেন।

জারদারি ২০১৩ পর্যন্ত পাঁচ বছরের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

আজকের বাজার/এমএইচ