পুঁজিবাজারে লেনদেন ২টা পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী ৮ জুলাই থেকে ১৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা বেড়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারেও এক ঘণ্টা বেশি লেনদেন হবে।

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ২টায়। এছাড়া সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন থাকবে এবং দুপুর ২টার পরে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে।