পুনরায় উৎপাদন শুরু সিভিও পেট্রোকেমিক্যালের

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের উৎপাদন আবার চালু হয়েছে । ১৫ দিনের জন্য বন্ধ থাকার পর গতকাল ১ জানুয়ারি মঙ্গলবার থেকে উৎপাদন কার্যক্রম আবার শুরু হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কারখানায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি আপগ্রেডেশনের কাজ করার সিদ্ধান্ত নেন। আর এজন্য প্রায় ১৫ দিনের জন্য বন্ধ ছিল ছিল প্রতিষ্ঠানটি। তবে, বিতরণ বিভাগের (পণ্য সরবরাহের জন্য বিপিসি থেকে স্টক পর্যন্ত) এবং প্রাপ্তি বিভাগের (পেন্ত্রাবাংলা থেকে কনডেন্সেট প্রাপ্তি) কার্যক্রম চালু ছিল।
রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি আপগ্রেডেশনের পরে মঙ্গলবার থেকে উৎপাদন শুরু হয়েছে ।

 

 

আজকের বাজার/মিথিলা