পুলিশি বাধায় ‘পণ্ড’ বিএনপির কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার কর্মসূচি শুরু হওয়ার পৌনে এক ঘণ্টার মধ্যে গোয়েন্দা পুলিশ ছাত্রদলের একজন নেতাকে আটকের পর কর্মসূচিটি পণ্ড হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় পণ্ড হয়েছিল বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়ার পর থেকে বিএনপি ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছে।

এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবারের এই অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগেও গত ১৩ ফেব্রুয়ারি একই ধরনের কর্মসূচি পালন করে তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনেই বিএনপি মানববন্ধন করেছিল, সেখানে কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত হন। সেখান থেকে সেদিন আটক করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুকে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। বেলা ১১টা ৪০ এর দিকে হঠাৎ হানা সাদা পোশাকে গোয়েন্দারা কর্মসূচিতে ঢুকে পড়ে ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করে।

রাজকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে বিএনপির নেতা-কর্মীরা বাঁধা দেয়। এ সময় রাজের পোশাক ছিড়ে যায়। বিএনপি নেতারা পুলিশের কাছে কর্মসূচি পালনে সহযোগিতা চান। কিন্তু গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপি নেতাদের বক্তব্য পাত্তা না দিয়ে রাজকে নিয়ে তোলেন জাতীয় প্রেসক্লোবের পশ্চিম পাশে রাখা প্রিজন ভ্যানে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। পাশাপাশি শুরু হয় ছুটাছুটি। তাদের গায়ে লেগে বেসরকারি টেলিভিশনের ক্যামেরার বুমগুলা মাটিতে পড়ে ভেঙে যায়। ছুটাছুটির এক পর্যায়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং বেশ কিছু কর্মী জাতীয় প্রেসক্লাবে চত্বরে চলে যান।

সেখানে গিয়েও বিএনপির নেতা-কর্মীরা নানা স্লোগান চলছিল। এক পর্যায়ে মির্জা ফখরুলসহ দলের নেতারা একটি গাড়িতে করে জাতীয় প্রেসক্লাব ত্যাগ করেন।

আজকেরবাজার/এসকে